বিশেষ বার্তা নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩০ পিএম

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তরফ থেকে বিশেষ বার্তা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর পাকিস্তানে আসছেন। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশি।

তিনি বলেন, ‘গতকাল রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়। তিনি তখন পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেন, আমি তাকে অভিনন্দন জানাই।’

সম্প্রতি এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তানে যান সৌদি যুবরাজ বিন সালমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করেন তিনি। সৌদি যুবরাজের পাকিস্তান সফরকালে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দিনের পাকিস্তান সফর শেষে কর্মসূচি অনুযায়ী ভারতে না গিয়ে দেশে ফিরে যান সৌদি যুবরাজ।

সেখান থেকে পরের দিনই ভারতে সফরে যান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুবরাজের বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান ও নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আলোচনা হয়।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: