মিরাজের বোলিং নিয়ে বিচলিত নন কোচ

প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১২:৫৬ এএম

নিউজিল্যান্ডের মাটিতে স্পিনারদের খুব বেশি কিছু করার নেই- এটি মেনে নিয়েই মেহেদী হাসান মিরাজকে রেখে একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। স্পিনারদের বোলিং নির্বিষ হওয়ার সম্ভাবনা বেশি, আর তাই টেস্টের ‘অটো চয়েজ’ তাইজুল ইসলামও জায়গা পাননি। অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় মিরাজের কাঁধেই চেপেছে পুরো স্পিনভাগ সামলানোর দায়িত্ব।

যদিও হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে মিরাজের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই ইনিংসেই। ৪৯ ওভার বল করে মাত্র ২ উইকেট পাওয়ার বিনিময়ে খরচ করেছেন ২৪৬ রান।

তবে মিরাজের এমন পারফরম্যান্সেও বিচলিত নন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশি। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, নিউজিল্যান্ডের কন্ডিশন ও উইকেট বিচারে স্পিনাদের ম্লান পারফরম্যান্স অস্বাভাবিক কোনো বিষয় নয়।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: