সুলতান মনসুর ইস্যুতে টানা সাড়ে ৫ ঘণ্টার বৈঠকে গণফোরাম

প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৪:৩৫ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদ্য শপথ নেয়া সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বৈঠকে বসে ৫ ঘণ্টা কাটিয়ে দিয়েছে গণফোরামের প্রেসিডিয়াম সদস্যরা।

আজ শনিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসনের চেম্বারে এ বৈঠক শুরু হয়ে, এখনও চলছে। 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত রয়েছেন দলটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিকসহ প্রেসিডিয়াম সদস্যরা।

গণফোরামের মিডিয়া সমন্বয়কারী লতিফুল বারী হামীম বিডি২৪লাইভকে এ তথ্য নিশ্চিত করেন। 
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বিডি২৪লাইভকে বলেন, সকাল থেকে বৈঠক শুরু হয়ে এখনও চলছে। এ বৈঠক চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিডি২৪লাইভ/এমই/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: