খালেদা জিয়ার আস্থা ইউনাইটেড হাসপাতাল

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৮:৩৭ এএম

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কথা তুলে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নয়, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান কারাবন্দি দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (১০ মার্চ) বিএসএমএমইউর কেবিন ব্লকের সামনে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

অধ্যাপক ফরহাদ হালিম বলেন, এদেশে অনেকেই আছেন যারা প্যারোলে দেশের বাইরেও গেছেন, যাচ্ছেন। এ হাসপাতাল থেকে দেশের বাইরে যাচ্ছেন।

কোনো সময়ই তিনি (খালেদা জিয়া) বিএসএমএমইউতে আসার পক্ষে ছিলেন না। জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেকটি মানুষের একজন বা একাধিক ডাক্তার থাকে, যার অধীনে তার চিকিৎসা হয়। যে ডাক্তারের ওপর বিশ্বাস থাকে, আস্থা থাকে। আমাদের নেত্রী খালেদা জিয়ার ওই বিশ্বাসটা আছে ইউনাইটেড হাসপাতালে যারা বিশেষজ্ঞ আছেন তাদের দ্বারা তিনি চিকিৎসা করাতে চান।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: