দেড় ঘণ্টায় মাত্র ৬ ভোট!

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১১:০৬ এএম

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার (১৮ মার্চ) ১৬ জেলার ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে।  সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে।

মৌলভীবাজারের ৭ উপজেলার ৫১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্র গুলোতে তেমন ভোটার উপস্থিতি নেই। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে এক রকম ভোটার শূন্য কেন্দ্র চোখে পড়ে। উপজেলার বিভিন্ন কেন্দ্রে এমনটাই দেখা গেছে।

এমন চিত্র চোখে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ভোটার উপস্থিতি সেভাবে দেখা যায় নি। এ কেন্দ্রে মোট ভোটার ২২৯২ জন বলে জানা যায়। সকাল সোয়া ৯টার দিকে এ ভোটকেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা মেলেনি।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সনজীত কুমার দাস গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। এ পর্যন্ত
ভোট কাস্টিং মাত্র ৬টি। ভোটার উপস্থিতি নেই।’

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান বলেন, ৭টি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা ৫টি, ইউনিয়নের সংখ্যা ৬৭, ভোট কেন্দ্রের সংখ্যা মোট ৫১৯টি, ভোটকক্ষের সংখ্যা মোট ৩ হাজার ৩৯৩, ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ ও নারী ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন।

মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ সোমবার (১৮ মার্চ) মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোটগ্রহণ চলছে। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: