সীমান্তে ১০ হাজার ডলারসহ আটক ১

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৪:৩১ পিএম

বেনাপোল সীমান্ত থেকে ১০ হাজার ইউএস ডলারসহ কবির মাতব্বর (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে। 

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক পাচারকারী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে। এমন সময় সেখানে নজরদারী বাড়িয়ে অভিযান চালিয়ে ১০ হাজার ইউএস ডলারসহ কবির মাতব্বরকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত ডলারসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: