সু-প্রভাত এখন সম্রাট!

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৭:৪৬ পিএম

রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়ার আগে শাহজাদপুরের বাঁশতলায় এক তরুণীকে চাপা দিয়ে আহত করে এসেছিল সেই ঘাতক সু-প্রভাত বাস।

পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে বাসটির চালক সিরাজুল ইসলাম (২৪)।

আহত সিনথিয়া সুলতানা নামে ওই তরুণী বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক সু-প্রভাতের বাসটির চালক সিরাজুল ইসলাম জানায়, পথচারী ওই তরুণীকে চাপা দিয়ে সে পালিয়ে আসে। এরপর প্রগতি সরণি রোডে জেব্রা ক্রসিংয়ে আবরারকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে।

এদিকে রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরীর গাজীপুরা রুটে চলাচলকারী ‘সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিস’ পরিবহনের কিছু বাসের রং বদলে এখন ‘সম্রাট ট্রান্সলাইন (প্রাঃ) লি.’ নামকরণ করা হচ্ছে। বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় সু-প্রভাত পরিবহনের বাসের রং বদলে রাতারাতি সম্রাট পরিবহন নামে পরিবর্তিত হতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, ঢাকা বসুন্ধরা গেইট এলাকায় গত মঙ্গলবার সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। একজন বিশ্ববিদ্যালয় ছাত্র মারা যাওয়ার পর রাতারাতি বদলে যাচ্ছে সু-প্রভাত বাসের চেহারা। এ কোম্পানির বিভিন্ন বাস রং বদলে সম্রাট পরিবহনে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এছাড়া গাড়ির মালিকরা তাদের সুবিধা মতো কোম্পানিতে নিজেদের বাস অন্তর্ভুক্ত করতে ব্যস্ত রয়েছেন।

একাধিক শ্রমিক, বাস চালক ও সুপারভাইজারের সঙ্গে কথা বলে জানা গেছে, সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। এক প্রভাবশালী পরিবহন নেতার প্রভাবের কারণে চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। ৭০টি বাস চলার অনুমোদন থাকলে চলছে প্রায় সাড়ে তিনশ বাস।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: