ছেলে উপজেলা চেয়ারম্যান বাবা পৌর চেয়ারম্যান

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১০:৫৯ পিএম

সদ্য সমাপ্ত ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। 

একই উপজেলার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তার বাবা উপজেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত আটঘরিয়া পৌরসভা নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় পৌর মেয়র নির্বাচিত হন।

এই উপজেলায় এখন বাবা ছেলেই জনপ্রতিনিধিদের মধ্যে সর্বচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হলেন। তবে গণৎুজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদমর্যাদায় প্রটোকল তালিকা ক্রমবিন্যাসে উপজেলা চেয়ারম্যান ও প্রথম শ্রেনীর পৌরসভার মেয়র পদমর্যাদায় সমপর্যায়ের হলেও পৌরসভা আয়তনে ছোট ও কার্যক্রমও কম। উপজেলা পরিষদ আয়তনে অনেক বড় এবং কার্যক্রমও অধিক সে হিসেবে বাবার চেয়ে ছেলেকে বড় বলাই যেতে পারে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: