নকলায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৫:০০ এএম

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃখস প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার সিআইজি সমিতির কৃষক-কৃষাণী সদস্যরা অংশ গ্রহন করেন। 

বুধবার (২০ মার্চ) উপজেলা কৃষিঅফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষন হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, আঞ্চলিক ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহানাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ  প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: