২৫ মণ জাটকা ইলিশ জব্দ

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৩:২৭ পিএম

মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে যানবাহন থেকে ২৫মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় জাটকা ইলিশ মজুদকারী যানবাহনের ড্রাইভারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পুলিশ ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে জাটকা ইলিশ ও মজুদকারীদের আটক করে।

উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সকাল ৫ টার দিকে শহরের সুপার মার্কেট, খালইস্ট ও পুলিশ লাইন্স এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি সিএনজি ও কয়েকটি ব্যাটারী চালিত অটো রিক্সা থেকে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে মাছ ব্যবসায়ী ও ড্রাইভার সহ ৫জনকে আটক হয়।

তিনি আরও জানান, মজুদকারী যানবাহনের ড্রাইভার মো. সুজন, মো. রুবেল ও মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মো. মোখলেছ ঢালী, মো, সোহেলকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম।

পরে তার উপস্থিতিতে জব্দ করা ওই জাটকা স্থানীয় এতিম খানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: