সতীর্থ ক্রিকেটারের শ্যালিকাকে বিয়ে করছেন মুমিনুল

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১০:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রী খুলনার সরকারি বিএল কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাবেয়া আক্তার প্রীতি।

শুধু মিরাজ নয়, বিশ্বকাপের আগে লম্বা বিরতিতে বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভও।

মুমিনুলের পরিবার সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী সমুদ্রপাড়ের সন্তান মুমিনুলের হবু বধূর নাম ফারিহা বাশার।

ক্রিকেটার সৈকত আলীর শ্যালিকা ফারিহার বাসা মিরপুর ডিওএইচএসে।

ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

গতবছর পারিবারিকভাবে ফারিয়ার সাথে মুমিনুল হকের বাগদান সম্পন্ন হয়।

বিয়ের খবর নিশ্চিত করে মুমিনুল হকের বড় ভাই মারুফুল ইসলাম জানান, আগামী ১৯ এপ্রিল মুমিনুলের বিয়ের সব আনুষ্ঠানিকতা সেরে ফেলব।

মিরপুর ডিওএইচএসর একটি কমিউনিটি সেন্টারে মুমিনুলের বিয়ের অনু্ষ্ঠান হবে। বিয়ের পরের সপ্তাহে মুমিনুলের কক্সবাজারের বাড়িতে বৌভাতের প্রস্তুতিও নেয়া হচ্ছে। সেই জন্য আমন্ত্রিত অতিথিদের দাওয়াতপত্রও পৌঁছে দিচ্ছে মুমিনুল নিজেই।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: