বৈশাখের গান গেয়ে পুরস্কার জিতুন

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১১:৪৮ পিএম

কদিন বাদেই আসছে বাঙ্গালীর ঐতিহ্য ঘেরা অনুষ্ঠান পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানা আয়োজন। বৈশাখকে ঘিরে নতুন গান, নাটক, নানা ধরণের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এখন থেকেই। সেই ধারাবাহিকতায় একটি প্রতিযোগিতার আয়োজন করছে দোয়েল। যেখানে সাধারণ দর্শক-শ্রোতারাও গান গেয়ে জিতে নিতে পারবেন পুরস্কার।

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ‘তোমার কণ্ঠে এসো হে বৈশাখ’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে দোয়েল। এই প্রতিযোগিতায় যে কেউ কণ্ঠ খুলে গাইতে পারবে ‘এসো হে বৈশাখ এসো এসো’। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও সুরের এই গানটি গেয়ে অংশ নিতে হবে প্রতিযোগিতায়। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট।

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, যেকোনো বয়সের মানুষ খালি গলায় অথবা হালকা যন্ত্রসহ ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে ভিডিও পাঠাতে পারবেন [email protected] এই ঠিকানায়। ৭ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে গানের ভিডিও।

সেরা দশজনের প্রত্যেকের জন্য থাকবে সার্টিফিকেট ও সম্মননা ক্রেস্ট। এ ছাড়া রয়েছে সেরা তিনজনের জন্য স্পেশাল ফটোশুট ও ইন্টারভিউয়ের ব্যবস্থা। থাকবে নতুন করে তিনজনের গলায় গান রেকর্ডের সুযোগ।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে আছে আজকের পত্রিকা, টিভি পার্টনার বাংলাভিশন, রেডিও পার্টনার রেডিও স্বাধীন, স্টুডিও পার্টনার স্টুডিও জয়া, পোশাক পার্টনার রঙ বাংলাদেশ, মেকঅভার পার্টনার পারসোনা।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: