স্পিকারের সাথে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ

প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১২:০৪ এএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন। বৃহস্পতিবার (২১ মার্চ) তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা আগামী ২৬-২৭ মার্চ ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন।

স্পিকার আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে। এ কমিটি কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ প্রতিনিধিকে অনুরোধ জানান তিনি।

র্যাগনার গুডমুন্ডসন দিল্লিতে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং আইএমএফ এর কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

এ সময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এএইচ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: