শৈলকুপায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ গরু ভস্মীভূত

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৪:৫৩ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ গরু ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া আদর্শপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ধাওড়া আদর্শপাড়া গ্রামের কৃষক কাশেম বিশ্বাসের গোয়াল ঘরের মশার কয়েল থেকে আশপাশের গোয়ালঘর, রান্না ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

শৈলকুপা ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কাশেমের দুটি গরু পুড়ে মারা যায় ও একটি গরু অগ্নিদগ্ধ হয়।

কাশেমের একটি বসতঘর ও একটি রান্নাঘর ও ঘরে থাকা আনুমানিক ১০মন পেয়াজ পুড়ে যায়। তারই ভাই বাদশা বিশ্বাসের, রান্না ঘর, ৫০ মন পেয়াজ, ২০ মন গম, ১০ মন ধান ও ৫মন চাউল পুড়ে যায়। এছাড়াও তার পিতা আব্দুল খালেক বিশ্বাসের একটি গোয়ালঘর ও একটি রান্না ঘর পুড়ে যায়। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: