খাল খননে অনিয়ম, মানববন্ধন

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৭:৩৭ পিএম

বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ক্রোক খাল খননে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম, নকশা বহির্ভূত খনন অবৈধ দখলদারদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের প্রতিবাদে এবং নকশা অনুসারে খাল খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার ক্রোক স্লুলিজ চত্বরে মানববন্ধন সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে সাড়াদেশে প্রবাহমান খাল খননের নির্দেশ দিয়েছেন বরগুনার ক্রোক খাল খননে ঠিকাদারী প্রতিষ্ঠান সেই নির্দেশনা মানছে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে নকশা বহির্ভূতভাবে খাল সংকুচিতভাবে খনন করা হচ্ছে। এতে করে এলকার কৃষি নির্ভর জনগোষ্টির চাষাবাদে সমস্যা সৃষ্টি হবে।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান আকন, আক্তারুজ্জামান রাকিব, রমিজ মোল্লা, সুকুমার রায়, সজিব প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড বরাবরে স্মারক লিপি পেশ করা হয়।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: