রাজধানীতে জঙ্গি হামলার আশঙ্কা: যা বলছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৮:১৬ পিএম

আরেফিন সোহাগ: রাজধানীতে জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

নব্য জেএমবির একটি গ্রুপ রবিবার (২৪ মার্চ) কোন একটি চার্চ বা কোথাও হামলা করবে বলে নিজেদের অনলাইন গ্রুপে পোস্ট দিয়েছে। এ কারণে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। ঢাকার কূটনৈতিক এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কয়েকটি সূত্র জানায়, কয়েকদিন আগে আবু মোহাম্মদ আল বাঙালি নামে এক নব্য জেএমবির শীর্ষ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তাদের ভাষায় কাফেরদের ওপর হামলা চালানোর আহ্বান জানায়। প্রয়োজনে গাড়ি চাপার মাধ্যমেও হামলা চালানোর আহ্বান জানানো হয়। ওই আহ্বানের পর থেকে সিটিটিসির কর্মকর্তারা গোয়েন্দা অনুসন্ধান আরো জোরদার করে জঙ্গিদের হামলার পরিকল্পনা জানার চেষ্টা করেন।

এমন খবর প্রকাশ হয় বেশ কিছু গণমাধ্যমে। এ খবরের ভিত্তিতে বিডি২৪লাইভ থেকে যোগাযোগ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে। সেখানে থেকে জানানো হয়:-

জয়েন্ট পুলিশ কমিশনার (অপস্) বিডি২৪লাইভকে বলেন, ‘রাজধানীতে জঙ্গি হামলার কোন খবর আমাদের কাছে নেই। পুলিশ তাদের নিয়মিত ডিউটির মতই জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিনের মতই চলমান রয়েছে। তবে সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে রমনা থানায় নিরাপত্তার দিকে একটু নজর দেয়া হয়েছে। তবে জঙ্গি হামলা বা অনাকাঙ্খিত কোন ঘটনার ম্যাসেজ আমাদের কাছে নেই।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিডি২৪লাইভকে জানান, ‘পুলিশ জনগনকে নিরাপত্তা সব সময় দিয়ে আসছে। বিশেষ করে নিরাপত্তা জোরদারের কোন খবর নেই আমাদের কাছে।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিডি২৪লাইভকে জানান, ‘নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিনের মতই চলমান। যেহেতু গুলশান একটি অভিজাত এলকা। এখানে নিরাপত্তার বিষয়ে আমাদের নজরে সব সময় থাকে। কিছুদিন পারেই স্বাধীনতা দিবস এই উপলক্ষে নিরাপত্তার যেন কোন ধরণের ত্রুটি না থাকে সেই দিকে আমার নজর আছে।’

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: