নেত্রকোনায় পৃথক হামলা, নারীসহ আহত ৮ 

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৪:৪৮ পিএম

সদর উপজেলার দক্ষিন বিশিউড়া ইউনিয়নের বাঁশাটি গ্রামে রোববার জমি সংক্রান্ত বিরোধ ও জেলার আটপাড়ার লুনেশ্বর ইউনিয়নের খিলা গ্রামে সোমবার (২৫ মার্চ) পৃথক হামলার ঘটনা ঘটেছে। খিলা গ্রামে নারীসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। পুলিশ বাঁশাটী গ্রাম থেকে বহিরাগত ১৭জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁশাটী গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. মফিজ উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুল বারেক, ফুল মিয়া, লাল মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার আবদুল বারেকের নেতৃত্বে বহিরাগত ৩০-৩৫জন সশস্ত্র লোক বিরোধপূর্ণ জমি দখলে নেয়ার চেষ্টা চালায়।

এ সময় গ্রামবাসী মাইকিং করে জড়ো হয়ে ১৭জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মফিজ উদ্দিন সোমবার নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে জেলার আটপাড়া উপজেলার খিলা গ্রামের সম্রাট মিয়ার বাড়ির ভিতর দিয়ে একই গ্রামের আবুল হাসেমের মেয়ে ঝুমা আক্তার যাচ্ছিল।

এ সময় সম্রাট মিয়ার ছেলে পাভেল মিয়া বাধা দেয়। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবুল হাসেম, আলম, আসাদের নেতৃত্বে ১৩-১৪জন সম্রাটের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলাকারীদের আঘাতে সম্রাট মিয়া, রীনা আক্তার, পাভেল মিয়া, আবুল কাসেম, ওবায়দুর, মুখলেছ মিয়া আহত হয়। এর মধ্যে সম্রাট ও রীনা আক্তারকে আশংকাজনক অবস্থায় আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান ও আটপাড়া থানার ওসি মো. আলী হোসেন হামলার বিষয়  নিশ্চিত করেন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: