রুপসা ব্লাড ডোনেট অর্গানাইজেশনের মানবতার দেয়াল উদ্বোধন

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৭:২৪ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে রুপসা ব্লাড ডোনেট অর্গানাইজেশনের উদ্যোগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মানবতার দেয়াল উদ্বোধন করেন, ১৫নং রুপসা (উ:) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী। 

এ মানবতার দেয়ালে রুপসা ব্লাড ডোনেট অর্গানাইজেশনের কর্তৃক সরবরাহ করা নানা ধরনের বস্ত্র এলাকার গরিব-দুঃখী মানুষ তাদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে নিতে পারবেন। রুপসা ব্লাড ডোনেট অর্গানাইজেশনের মাধ্যমে বিনামূল্যে গরীব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং বিভিন্ন স্কুল, কলেজে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা প্রদান করা হচ্ছে ও বাল্যবিয়ে রোধ, মাদকবিরোধী কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়াও মঙ্গলবার সকালে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ মার্চ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের মাধ্যমে সাধারন মানুষকে সেবা প্রদান করা হয়েছে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ বিএসসি, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ফারুক খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. শরীফ হোসেন, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির অন্যতম সদস্য মো. রিয়াদ হোসেন, রুপসা ব্লাড ডোনেট অর্গানাইজেশনের সভাপতি এইচ,এম রনি, সহ-সভাপতি শাহাদাত পাটওয়ারী, সাধারন সম্পাদক মো. ফরিদ হোসেন, রুপসা ব্লাড ডোনেট অর্গানাইজেশনের অন্যতম সদস্য মো. হাবীব, আওলাদ হোসেন ফয়সাল, মো. বোরহান উদ্দিন, আহসানুল করিম, মো. সাইফুল ইসলাম, মো. পারভেজ মোশারফ, মো. রাসেল ইসলাম, মো. সজীব হোসেন, মো. বায়জীদ, মো. রেদওয়ান প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: