এক পাঙ্গাসের দাম ১৯ হাজার টাকা!

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৭:৪৮ পিএম

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে। আর এই কারণে খবরের শিরোনামও হয় চমকে উঠার মত।

এমনই এক খবরের শিরোনাম হয়েছে, ‘একটি পাঙ্গাসের মূল্য ২০ হাজার টাকা’।

খবরটি বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীর জেলেদের। স্থানীয় জেলেদের জালে বিশাল বড় একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম।

শনিবার (৩০ মার্চ) ভোরে মৎস্য ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে মাছটি। এলাকার বাজারে মাছটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।

স্থানীয়রা বলেন, এত বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না।

ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েকজনে মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: