পুনরায় জাতীয় নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের সভা বিকেলে

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০১:৪৭ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিকেলে অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা সভা। উক্ত আলোচনায় স্বভাপতিত্ব করবেন দলটির শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রবিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা হবে বলে নিশ্চিত করেছেন, দলটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

জানা গেছে, ঐক্যফ্রন্টের নেতারা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতারা।

সভায় জাতীয় ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য শীর্ষ নেতারা আহ্বান জানিয়েছেন।

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: