শিল্পায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১১:৩১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব, তা আজ প্রমাণিত। দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতেই ১০০টি অঞ্চল।

শিল্পায়ন ছাড়া একটি দেশ উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের শিল্পায়ন প্রয়োজন। শিল্পায়ন কোথায় হবে সেগুলো আমরা ঠিক করে দেবো। শিল্পায়নের কারণে যেন কৃষি জমির কোনও ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

আজ বুধবার (৩ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রকল্প ও শিল্পপ্রতিষ্ঠানের বাণ্যিজিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সমগ্র বাংলাদেশ মিলিয়ে অর্থনৈতিক উন্নয়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা। এটা ধরে রাখতে হবে এবং এজন্য সরকারি-বেসরকারি সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক অবস্থা মন্দা থাকলেও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে যখন যা প্রয়োজন আমরা সেটি করার ব্যবস্থা নিয়েছি। আমাদের অর্থনীতি সবসময় গতিশীল। এটাকে গতিশীল রাখতে হবে। সুষ্ঠু পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের খাদ্য উদপাদন বাড়াতে হবে। এছাড়া দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়। সেসময় যেন খাদ্য মজুদ থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশিরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে সে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার। এর ফলে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে তরুণদের বেকারত্ব অনেকটাই দূর হবে।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে যারা এগিয়ে এসছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আপনারা দেশের অর্থেনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিক পালন করবেন। আর এগুলোর সবকিছু মূলে রয়েছে কর্মসংস্থান।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন, ১৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন, ১৬টি শিল্প প্রতিষ্ঠানের বানিজ্যিক উৎপাদন উদ্বোধন, ২০টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৫টি চলমান উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: