সাকিবকে দলে না নেয়ার ব্যাখ্যায় যা বলল হায়দরাবাদ

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৩৬ এএম

চলতি আইপিএলে এক ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে সাকিব একাদশে নেই। এবার বাদ পড়ার কারণ জানাল আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ।

ভারতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ আইপিএলে হায়দরাবাদের পরামর্শকের ভূমিকা পালন করছেন।

সাকিবের বাদ পড়া নিয়ে লক্ষণ বলেন, ‘সাকিবের মত খেলোয়াড়কে যখন আপনি খেলাতে পারবেন না সেটা আপনার অবশ্যই খারাপ লাগবে। কিন্তু এই টুর্নামেন্টের নিয়মই এটি, চারজন বিদেশি খেলাতে পারবেন। দেশি ক্রিকেটারদের বেশি সুযোগ দিতেই এমন নিয়ম। আর এ কারণেই বাদ পড়েছেন সাকিব।’

হায়দরাবাদের পরামর্শক ভিভিএস লক্ষণ আরও বলেন, ‘সাকিব আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। শুধু আমাদের দলের জন্যই না, বাংলাদেশের জন্যও সাকিব অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ওর সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে মিলে ২৩টি সেঞ্চুরিতে ১১ হাজার ১১৯ রান করা লক্ষণ বলেন, ‘আমাদের দলের পরিবেশটাই অন্যরকম। সবাই উপভোগ করে, দলের জন্য কিছু করতে চায়। কিন্তু দল সাজাতে হয় নিয়ম মেনে কেউ বাদ পড়ে মন খারাপ করলে দলের পরিবেশ নষ্ট হয়, তবে আমাদের দলে এমনটা হয় না। সানরাইজার্সের জন্য এটা বড় ভাগ্যের ব্যাপার।’

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: