ফিরছেন তাসকিন

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০২:৫৯ পিএম

ইনজুরির সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে আবারও মাঠে ফিরছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা পেসার ছিলেন টাইগার এই ফাস্ট বোলার। বিপিএলে নিজের ছন্দে ফেরার সঙ্গে সঙ্গেই ডাক পান জাতীয় দলে। কিন্তু সিলেট সিক্সার্সের হয়ে নিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পরে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যান তাসকিন।

দীর্ঘ দিন পর ইনজুরি কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরছেন টাইগার এই পেসার। ডিপিএলের পরবর্তী রাউন্ড মিরপুরে অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল)। এ দিন তাসকিনের লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে উত্তরা স্পোর্টিং ক্লাব।

ক্রিকেটে ফেরার বিষয়ে জানতে চাইলে বিডি২৪লাইভকে তাসকিন আহমেদ বলেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল (বুধবার) রূপগঞ্জের হয়ে খেলব মিরপুরে।’

আজ সোমাবার (৯ এপ্রিল) পুনর্বাসন প্রক্রিয়ায় থাকাকালীন শেরে-ই-বাংলার একাডেমি মাঠে ফুল রান আপে বোলিং করেছেন তিনি। অনুশীলন শেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা কথা জানিয়েছিলেন তাসকিন আহমেদ।

এদিকে ইংল্যান্ড অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা নিয়ে বিবেচনায় আছেন তাসকিন। তাই তাকে পরীক্ষা নিরীক্ষার জন্যই ডিপিএলে খেলতে দেয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন।

বিডি২৪লাইভ/আইএইচ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: