‘মুসলিমরা একজোট হলে বিজেপি দেশ ছেড়ে পালাবে’

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১১:২৬ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধ যত জমে উঠছে। আর এ তালিকা থেকে বাদ যাননি নায়ক, গায়কসহ কেউ। আর এমতাবস্থায় কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু নতুন করে বিতর্কের জন্ম দিলেন।

ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানান সিধু। তিনি বলেন, ‘মুসলিমরা একজোট হলে বিজেপি পালিয়ে যাবে।’

মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা দিলেন নভজ্যোৎ সিং সিধু।

তাঁর কথায়, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিতে বিদায় দিন।

এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমনই এক মন্তব্য করে বসেন মায়াবতী। বিএসপি নেত্রী মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: