নামাজের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন তরুণী

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১১:৫৬ পিএম

নামাজ পড়ার ছবি (স্থিরচিত্র) তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন আমেরিকার মুসলিম তরুণী সানা উল্লাহ। বিভিন্ন আঙ্গিকে ছবিগুলো তোলেন তিনি।

আগামী ২ মে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।

&dquote;&dquote;আমেরিকায় বিভিন্ন ধর্মের অনুসারীদের নৈতিকতা, বুদ্ধিমত্তা, শ্রদ্ধা ও সহযোগিতার অবদানস্বরূপ এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

ছবির মাধ্যমে আমেরিকার মুসলমানদের শান্তিপূর্ণ নামাজের ছবি তোলার কারণেই তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সানা উল্লাহ তার ছবির সিরিজে শপিংমল, ব্যস্ত রাস্তা ও বিয়ের অনুষ্ঠানের মতো জনসমাগমের স্থানে মুসলমানদের নামাজ পড়ার দৃশ্য তুলে এনেছেন।

&dquote;&dquote;সম্প্রীতির এ অ্যাওয়ার্ডের জন্য ২০১৯ সালে ৬ জন মনোনীত হলেও এর মধ্যে সানা উল্লাহই একমাত্র মুসলিম। অসামান্য এ কাজের পুরস্কার হিসেবে ৫ হাজার ইউএস ডলার পাবেন তিনি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: