বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৬:৩৪ পিএম

জুনে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। ইয়ন মার্গানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। দলে জায়গা পেয়েছেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ।

বুধবার (১৭ এপ্রিল) বিশ্বকাপের জন্য চূড়ান্ত এ দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এক নজরে দেখে নিন ইংল্যান্ডের বিশ্বকাপ দল-

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের জন্য মঙ্গলবার (১৬ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন-

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।

স্ট্যান্ডবাই: ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: