পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৮ পিএম

রাঙ্গামাটিতে ফরহাদ আলম (২৮) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার নিজ কক্ষে  এ লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রগুলো জানিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহত ফরহাদপ্রায় ৩ বছর ধরে রাঙ্গামাটি জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার আব্দুল ওহাবের ছেলে।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। স্ত্রীকে নিয়ে তিনি পুলিশ কোয়ার্টারে থাকতেন। স্ত্রী ৬ মাসের অন্তঃস্বত্তা হওয়ায় গত কয়েকদিন আগে পুলিশ কোয়ার্টার থেকে স্ত্রীকে নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন ফরহাদ। এরপর শুক্রবার রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফরহাদ।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফরহাদের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার (২০ এপ্রিল) সকালে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি)  মামলা দায়ের করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে জেরে ফরহাদ আত্মহত্যা করেছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: