শুক নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার তালিকা প্রণয়ন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৬:২৩ পিএম

ঠাকুরগাঁও জেলার বহমান নদী গুলো অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে ও নদীর গতিপথ ঠিক রাখতে জেলার শুকনদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও রোড শুক ব্রীজ সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

এ ছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলাম,  সদর উপজেলা আ’লীগের সা: সম্পাদক মোশারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শুক নদীর সীমানা পিলার স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: