শেরপুরে গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৭:২৮ পিএম

শেরপুরের নকলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করে এসডিজি অর্জনের লক্ষে গর্ভবতী মায়েদের নিয়ে শনিবার (২০ এপ্রিল) দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার বানেশ্বরদী ইসালিমা দাখিল মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ, ই.পি.আই ইনচার্জ শহিদুল্লাহ, মিড ওয়াই ফাই নুরুন্নাহার মির্জা, ই.পি.আই টেকনিশিয়ান আব্দুর রহিম, উপসহকারী মেডিকেল অফিসার ডাক্তার আবু ইউসুফ রাসেল, এইচ.আই মাসুদুল আলম, এস.আই হাসান ফেরদৌস আলম, এ.এইচ.আই মর্তুজ আলী, এফ.ডব্লিউ.ভি হাসিনা বেগম, স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেন, এফ.ডব্লিউ.এ সাহেরা খাতুন প্রমুখ।

এ সময় স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এ এইচ আই, এইচ আইসহ বিভিন্ন এলাকার দুইশতাধিক গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: