শ্রীলঙ্কায় কারফিউ জারি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৪:১০ পিএম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫৬ জন নিহত ও কমপক্ষে ৫০০ শ’র অধিক অধিক মানুষ আহত হয়েছেন। মর্মান্তি এই ঘটনার পর স্কুল কলেজ বন্ধ, জরুরি নিরপত্তা হিসেবে গির্জাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ১২ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে কিছুক্ষণ আগে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে দেশটিতে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত ১৯০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৪ শতাধিকেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: