চাকরি স্থায়ী করার দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৬:৪৪ পিএম

সারা দেশে প্রায় দুই লাখ ন্যাশনাল সার্ভিস কর্মীর স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা।

রবিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে জেলার প্রায় পাঁচ শতাধিক ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশ নেয়। তাদের একটাই দাবি চাকরি স্থায়ী করণ করতে হবে।

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা শাখায় আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আজম পাটোয়ারী লিটনসহ সংগঠনটির নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা প্রধানমন্ত্রীর কাছে তাদের স্থায়ী কর্মসংস্থানের জোর দাবি জানান। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: