নুসরাত হত্যার বিচারের দাবিতে ফরিদপুর মানববন্ধন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:০০ এএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর থেকে:

নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত আক্তার রাফিসহ সকল হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) উপজেলার সদর বাজার চৌরাস্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আলফাডাঙ্গা শাখার সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক শিক্ষক জালাল উদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ননী গোপাল স্বর্ণকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, বিজন কুন্ডু ও প্রশান্ত কুমার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতে সমাজে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস করবে না। এসব অপরাধের বিচার হলে অপরাধপ্রবণতা কমে আসবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: