বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৪৮ পিএম

বাল্য বয়সে বিবাহ নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদক মুক্ত যেন সমাজ হয়-এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখালেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামসহ ৪ শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত সামাজিক সেবামূলক ‘প্রতিভা ছাত্র সংগঠন’ এর উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সচেতনতা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ লাল কার্ড প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল ইসলাম, থানার এইআই টিটু চৌধুরী, মো. লিটন মিয়া প্রমুখসহ প্রতিভা সংগঠনের সদস্যবৃন্দ।

‘লাল কার্ড’ প্রদর্শনের পূর্বে শিক্ষার্থীদের নিয়ে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন ওসি মো. রাশিদুল ইসলাম।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: