হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:০০ এএম

হোসেনপুর পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বরের হালিমা সাদিয়া (রা.) কওমী মহিলা মাদরাসায় খাদিজা আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক আদনান আখতার জানিয়েছেন।

শিশু খাদিজা জেলার পাকুন্দিয়া উপজেলার চরপাড়াতলা গ্রামের আবদুল কাদিরের মেয়ে।

পুলিশ ও মাদরাসার মুহতামিম আবু ফাতাহ জানান, শবে বরাতের বন্ধ শেষে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে খাদিজা অন্যদের সাথে মাদরাসায় আসে। পরে রাতে খাবার খেয়ে সকলের সাথে ঘুমিয়ে পড়ে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে অন্যদের ঘুম ভাঙলেও খাদিজা ঘুমিয়েই ছিল। অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ঊঠতে পারছিল না।

পরে তাকে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায় বলে চিকিৎসক আদনান আখতার জানান।

ডা. আদনান আখতার জানান, কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। তবে তার শরীরে কোন  আঘাতজনিত চিহৃ পাওয়া যায়নি।

এলাকাবাসীর ধারণা, অল্প জায়গাতে শতাধিক শিশু গাদাগাদি করে ঘুমানোর কারণে অত্যধিক গরমে শিশুটির মৃত্যু হতে পারে।

অন্যদিকে একই উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিশা আক্তার নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে হোসেনপুর পৌরসভার পশ্চিম ধূলজুরী এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত তিশা আক্তার পশ্চিম ধূলজুরী এলাকার উসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বাবা-মা’র অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তিশা। এক পর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ তিশাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন তার খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে স্বজনেরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: