শক্তি ফাউন্ডেশনের সাথে টেলিনর হেলথের চুক্তি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৩ পিএম

সুবিধাবঞ্চিত নারীদের জন্য কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় শক্তি ফাউন্ডেশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথ।

চুক্তির ফলে টেলিনর হেলথ দেশজুড়ে শক্তি ফাউন্ডেশনের কর্মীদের ওপিডি কাভারেজসহ ডিজিটাল স্বাস্থ্যসেবা (টনিক সেবা) প্রদান করবে।

সম্প্রতি শক্তি ফাউন্ডেশনের কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, পিএইচডি।

এ সময় উপস্থিত ছিলেন, টেলিনর হেলথের সিসিও অ্যান্ড্রিউ স্মিথ, প্রতিষ্ঠানটির হেড অব বিটুবি লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ মোবায়দুর রহমান, লিড ম্যানেজার বিটুবি সেলস মাহমুদ আফসার ও কি অ্যাকাউন্ট ম্যানেজার বিটুবি সেলস এম. আরিফিন আনিক এবং শক্তি ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক মাহফুজুর রশিদ ও সংস্থাটির হেড অব এইচআর আসমা বেগম।সংবাদ বিজ্ঞপ্তি।

বিডি২৪লাইভ/এমএম/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: