ঘুমন্ত নারীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৭:১০ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ঘুমন্ত এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম খোদেজা খাতুন (৩৮)। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যান চালক এনতাজুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে নিহতের স্বামী এনতাজুর রহমান চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে।

এ সময় এনতাজুর তাদের জানান, কে বা কারা জানালা দিয়ে খোদেজাকে ছুরিকাঘাত করেছে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গুরুত্বর আহত খোদেজাকে নিয়ে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে মারা যায় খোদেজা। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও নিহতের স্বামী এনতাজুর রহমানকে আটক করা হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: