কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৮:৩১ পিএম

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-১ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছিল মেয়েরা। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ কিরগিজস্তান।

বাংলাদেশ ও কিরগিজস্তান দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগে। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, জিততে হবে কিরগিজস্তানকে-সমীকরণ ছিল এমন। কিন্তু ড্র নয়, জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশের গোল করেছেন সানজিদা ৩০ সেকেন্ডে এবং কৃষ্ণা ৬০ মিনিটে। কিরগিজস্তান ৬৯ মিনিটে ব্যবধান ২-১ করে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: