কাঙ্ক্ষিত মানের সব প্রতিষ্ঠান এমপিওভূক্ত হবে

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৭:০৫ পিএম

দেশের কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২৮ এপ্রিল) সংসদে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সরকার দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করার লক্ষ্যে এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করেছে। এই নীতিমালার ভিত্তিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে এমপিওভূক্তির আবেদন আহবান করা হয়। সেখানে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার রেজাল্টসহ কিছু নীতিমালা উল্লেখ করা হয়।

তিনি তিনি, সারাদেশ থেকে সাড়ে ৯ হাজার আবেদন পাওয়া যায়। এরমধ্যে আড়াই হাজারেরও কিছু বেশি প্রতিষ্ঠান এমপিওভূক্তির যোগ্যতা অর্জন করে। প্রাথমিকভাবে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করা হবে। পর্যায়ক্রমে কাঙ্ক্ষিত মান সম্পন্ন সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হবে।

বিডি২৪লাইভ/আরএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: