ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানালেন সিইসি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৬:০১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘বড় একটি দল নির্বাচনে অংশ না নেয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়। তবে ভোটের পরিবেশ আমরা তৈরি করেছি, ভোটার কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের।’

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে সিটি নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন সুষ্ঠ হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠ হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে।’

ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, বিজিবির সেক্টর কমান্ডার আনিছুর রহমান, র‍্যাব-১৪ এর অধিনায়ক এফতেখার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: