২০০ কি.মি. গতিতে যেভাবে লন্ডভন্ড করল ফণী (ভিডিও)

প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৬:৪৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী প্রচণ্ড শক্তি নিয়ে আজ শুক্রবার ভোরে ভারতের উড়িষ্যার উপকূলে আঘাত হেনেছে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর প্রবল ঝোড়ো হাওয়া বইছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় উড়িষ্যার রাজ্য সরকার আগেই উপকূলবর্তী ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এই মুহূর্তে 'ফণী' বাংলাদেশে প্রবেশ করছে।

ফণির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উড়িষ্যা। কয়েক ঘণ্টা পুরো এলাকায় তাণ্ডব চালিয়ে গেছে এই ঝড়। ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রকসহ রাজ্যের একাধিক এলাকায় এখন শুধু ধ্বংসের চিহ্ন।

ঘূর্ণিঝড়ের তান্ডবের একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে মোবাইল কম্পানি বিএসএনএলের টাওয়ার। উড়ে গেছে বাড়ির ছাদ।

ভূবনেশ্বর হোস্টেলের ছাদের কংক্রিটের ছাউনি উড়ে গেছে ঝড়ে। পানিতে ডুবে গেছে বহু জায়গা। অসংখ্য গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে ঘর-বাড়ি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: