ফণীর পর আঘাত হানলো তীব্র ভূমিকম্প

প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৮:১৫ পিএম

ভারতে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় ফণী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আজ শনিবার (৪ মে) সকাল ৬টা থেকে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এদের পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটতে না কাটতেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারত সীমান্ত।

আজ শনিবার (০৪ মে) বিকাল ৪টা ৩৩ মিনিটে ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪।

এছাড়া কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। এই ভূমিকম্পে ভারত ও মিয়ানমারে প্রভাব পড়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ভারতীয় আবহাওয়াবিদরা ৮ মাত্রার কম্পন হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছিলেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: