ক্রিকেটার জিয়াউরের স্ত্রী অভিনেত্রীদের থেকেও সুন্দরী! (ছবিসহ)

প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৮:২৭ পিএম

খুলনায় জন্মগ্রহণকারী বাংলাদেশের ক্রিকেটার জিয়াউর রহমান। ২০১৪ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ২২ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে সবার নজরে আসেন এই ক্রিকেটার।

&dquote;&dquote;দেশের হয়ে অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার-রূপে দলে প্রতিনিধিত্ব করছেন।

&dquote;&dquote;ডাকনাম জনি হিসেবে মাঝেমাঝে স্কোর-শিটে তাকে উল্লেখ করা হয়। ২০১২ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।

&dquote;&dquote;এরপর ২০১৩ সালের ২৩ মার্চ হাম্বানতোতায় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। কিন্তু ঐ খেলায় শূন্য রানে আউট হয়ে যান। ১০৬তম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন।

&dquote;&dquote;২০১৩ সালে ২৫ এপ্রিল টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টে অংশগ্রহণের মাধ্যমে। প্রথম ইনিংসে কোন উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট লাভ করে দলকে ১৪৩ রানের ব্যবধানে জয়ী হবার মাধ্যমে সিরিজ ড্র করতে সাহায্য করেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: