কেউই পাস করেনি ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানে

প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১২:৪৩ পিএম

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। অর্থাৎ এসব শিক্ষা-প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ভাগ।

আজ সোমবার (৬ মে) রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল প্রকাশ করার সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানে কেন সবাই ফেল করেছে এবং এখানে কি ব্যর্থতা আছে তা ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো। কাউকে শাস্তি দেয়া আমাদের উদ্দেশ্য নয়, কি করে তারা ভালো করতে পারে সেদিকে নজর দিচ্ছি।

তবে যারা বার বার ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী।

বিডি২৪লাইভ/এসএইচআর/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: