সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৬:২৯ পিএম

একাদশ সংসদে সংরক্ষিত একটি নারী আসনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপির সাংসদ সদস্যরা শপথ নেওয়ায় এ আসনটি পাচ্ছে বিএনপি। বুধবার (৮ মে) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

ইসি কর্মকর্তারা জানান, একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়াকার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

এতদিন নির্বাচিতরা শপথ না নেওয়ায় বিএনপির জন্যে নির্ধারিত ১টি নারী আসন স্থগিত ছিল।

ঘোষিত তফসিল অনুযায়ি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ মে, বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জন।

একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় নারী প্রার্থীদের।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: