যে কারণে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশ বিমান

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৮:৫৮ পিএম

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০৬০।

বুধবার সন্ধ্যা (৮ মে) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় দৈনিক মিয়ানমার টাইমস দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

দুর্ঘটনায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আমরা শুধু খবর পেয়েছি, বিমানটি ল্যান্ড করার সময় রানওয়েতে ছিটকে পড়েছে। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।

এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার শাহিনা বিডি২৪লাইভকে বলেন, ওই ফ্লাইটটিতে ৩৩ জন আরোহী ছিলেন। সবাই এখন নিরাপদে রয়েছেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: