একুশে টিভির চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৫, ০৫:৫৬ এএম

ঢাকা: বেসরকারী টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় রাজধানীর কারওয়ান বাজার একুশে টিভির অফিসের নীচ থেকে তাকে আটক করা হয়।

একুশে টিভির চিফ কো-অডিনেটর সাইদ মুন্না আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি অফিসের একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, রোববার রাতে ইটিভিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিতর্কিত বক্তব্য প্রচার করায় আবদুস সালাম আটক হয়ে থাকতে পারে। এর আগে তারেকের বক্তব্য প্রকাশ করার পর ইটিভির সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: