ছবির নাম ‘XXX’, তাও আবার বলিউডে 

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৫, ০৪:৫২ এএম

ছবির নাম ‘XXX’, তাও আবার বলিউডে! চমক জাগানো হলেও, এটাই সত্যি করে তুলতে চলেছে বালাজি প্রোডাকশন ৷ ইয়ুথ ইরোটিকাকে মাথায় রেখে তৈরি তাদের পরবর্তী ছবির নাম এটাই ৷

রাগিনি ‘এমএমএস(২)’ হোক বা ‘লাভ সেক্স অউর ধোঁকা’ – ছবিতে বোল্ড বিষয় ও দৃশ্যের আনাগোনা বরাবরই থাকে বালাজি প্রোডাকশনের ছবিতে ৷ মা শোভা কাপুরকে সঙ্গে নিয়ে বলিউডের এই সেরা প্রোডাকশন হাউসটিকে প্রায় একা হাতে গড়ে তুলেছেন পরিচালক-প্রযোজক একতা কাপুর ৷ বরাবরই হটকে কাজ করা তাঁদের বৈশিষ্ট ৷ টেলিভিশন সিরিয়ালের ক্ষেত্রেও প্রায় বিপ্লবই এনেছিলেন একতা ৷ নানা সম্পর্ককে ভিত্তি করে তৈরি একের পর এক সিরিয়ালে দর্শক টেনে রেখেছিল তাঁর সিরিয়াল ৷ সম্প্রতি আরও এক শো-এর পরিকল্পনা করেছেন একতা ৷ যেখানে উঠে আসবে বিবাহিতা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার কথা ৷ সেখানে মূল চরিত্রে দেখা যাবে সোনালি বেন্দ্রেকে ৷ তবে এই শো-এর পাশাপাশি নতুন ছবি নিয়েও সমান উৎসাহী একতা ৷

বালাজি’র অন্যতম কর্ণধার একতার মা অবশ্য এই প্রোজেক্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ৷ ছবির বিষয়ের কথা মাথায় রেখেই ছবির সঙ্গে নাম যাওয়া না পসম্দ তাঁর ৷ ছবিতে ইয়ুথ সেক্সকে কেন্দ্র করে থাকবে ছটি গল্প ৷ ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন কেন ঘোষ ৷ এর আগে ‘ইসক ভিসক’, ‘চান্স পে ডান্স’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি ৷

তবে এ ধরনের নাম বা বিষয় কি সেন্সরের ছাড়পত্র পাবে? সেন্সর প্রধানের রদবদলের পর বদলেছে বেশ কিছু নিয়মকানুন ৷ তার মধ্যে থেকেই বলিউডি ছবি বেছে নিতে পারবে এমন সাহসী নাম? আপাতত সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিঅন্দরে ৷

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: