'চোখ' সম্পর্কে ২১টি চমকপ্রদ তথ্য

প্রকাশিত: ১০ মার্চ ২০১৫, ০৮:৪১ পিএম

মানুষের পঞ্চইন্দ্রিয় এর মধ্যে চোখ অন্যতম। চোখের মাধ্যমে সারা পৃথিবী দেখা যায়। দিনের আলো ও রাতের আধারের মাঝে পার্থক্য বোঝা যায়। চোখ দিয়ে মনের কথাও প্রকাশ করা যায়। চোখ আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখের রয়েছে কিছু মজাদার তথ্য, যা গবেষণায় প্রমাণিত হয়েছে।

১. মানুষের চোখের কর্নিয়ার সাথে হাঙ্গর মাছের চোখের কর্নিয়ার অনেক মিল রয়েছে। এতো মিল যে, মানুষের চোখে হাঙ্গর মাছের করনিয়া প্রতিস্থাপন করা হয়।

২. মানুষ যেমন মানুষের চোখ পড়তে পারেন। ঠিক তেমনই কুকুর একমাত্র প্রাণী যে মানুষের চোখ পড়তে পারে।
৩. হাঁচি দেবার সময় আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার চোখ বন্ধ হবেই।
৪. জলদস্যুরা তাদের এক কানে সোনার দুল পরে থাকেন। কারন, তারা মনে করেন এতে তাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে।
৫. যখন আপনি আপনার ভালবাসার মানুষটির দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার চোখের মণি প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত প্রসারিত হয়।
৬. সকল শিশুরা জন্মের সময় বর্ণান্ধ থাকে।
৭. আপনার মণির রং যদি নীল হয়, তাহলে পৃথিবীর প্রত্যেক নীল চোখের মানুষের সাথে কোন না কোনভাবে আপনি সম্পর্কে আবদ্ধ। প্রায় ১০,০০০ বছর আগ-পর্যন্ত সকলের চোখের রং কালো অথবা বাদামী রং এর ছিল। কিন্তু, কিছু জিনগত পরিবর্তনের কারনে এই নীল মণির চোখের সৃষ্টি হয়।
৮. প্রতিটি চোখে ১০,৭০,০০,০০০ কোটি কোষ বিদ্যামান। এরা সকলেই আলোক সংবেদনশীল।
৯. প্রতিটি ১২ জন পুরুষ মানুষের মধ্যে একজন বর্ণান্ধ।
১০. প্রায় ২ শতাংশ নারীর জিনগত বৈশিষ্ট এর কারনে, চোখে একটি রেটিনাল কোণের সৃষ্টি হয়। যার ফলে তারা ১০০ লাখ রং দেখতে পারেন এবং রং এর মাঝের পার্থক্য বুঝতে পারেন।
১১. কিছু কিছু মানুষের জন্মের সময় দুই চোখের দুই রং থাকে। বৈজ্ঞানিক ভাষায় এই অবস্থাকে “হেটেরো-ক্রোমিয়া” বলে।
১২. পৃথিবীতে বাদামী রঙের চোখের মানুষ বেশী।
১৩. মানুষের চোখ শুধু লাল, নীল ও সবুজ রং দেখতে পায়। বাকি রং গুলো এর সমন্বয়ে তৈরি।
১৪. শরীরের অঙ্গগুলোর মধ্যে একমাত্র চোখই ২৪/৭ সক্রিয় থাকে।
১৫. আপনার চোখ এক ইঞ্চি পরিমাণ লম্বা এবং ওজন প্রায় ৮ গ্রাম।
১৬. জন্মের পর থেকে সবসময় চোখের পরিমাপ একই থাকে। তবে নাক ও কানের সাইজ বড় হয়।
১৭. মানুষ তার জীবনে গড়ে প্রায় ২,৪০,০০,০০০ কোটি বিভিন্ন ধরণের ইমেজ দেখে।
১৮. আঙ্গুলের ছাপের ৪০ রকমের ভিন্নতার বৈশিষ্ট রয়েছে, আর চোখের আইরিশের ২৫৬ রকমের ভিন্নতার বৈশিষ্ট রয়েছে।
১৯. প্রতি সেকেন্ড এ আপনার চোখ ৫০টি জিনিস এ ফোকাস করতে পারে।
২০. কথা বলার সময় চোখের পলক বেশী পরে, বই পরার সময় কম।
২১. মস্তিষ্কের ৬৫% শক্তি চোখের জন্য খরচ হয়।–সূত্র: লাইফ হ্যাক।

সম্পাদনা: আরজু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: