সায়েম সাদাত আর নেই

নাহিয়ান ইমন,
বিনোদন প্রতিবেদক, বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম:
নবীন অভিনেতা, মডেল ও অনুষ্ঠান ব্যবস্থাপক সাঈম সাদাত মারা গেছেন৷ গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।
সায়েম সাদাতের পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সায়েম সাদাত। আজ সকালে সায়েম মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ৷
সায়েম সাদাত এয়ারটেল প্রযোজিত ও শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘ভিটামিন টি’ টেলিছবিতে অভিনয় করে বেশ আলোচিত হন। এ ছাড়া ‘ভালোবাসা ১০১’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি ৷
গ্রামীণফোনের দুটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপনচিত্রেও (টার্নব্যাক) অভিনয় করেন তিনি ৷ প্রচারের অপেক্ষায় থাকা রেদওয়ান রনির ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’তে অভিনয় করেছেন তিনি৷ এ ছাড়া সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবির শুটিং শেষ করেন ৷
সায়েম সাদাত মঞ্চ নির্মাণ ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টুডিও অ্যাশের অনুষ্ঠান ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মঞ্চ তৈরির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সায়েম। গত ২ মে তিনি দীর্ঘদিনের বান্ধবী জান্নাত ফেরদৌসকে বিয়ে করেন তিনি।
সায়েম সাদাতের এই অকাল মৃত্যুতে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম এর পক্ষ থেকে সমবেদনা রইলো।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: