ইউটিউবে আরফিন রুমির 'কিছু কথা' (ভিডিও)

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৫, ০৮:৫১ এএম

বিনোদন প্রতিবেদক:

ঈদ উপলক্ষে তিন গানের ভিডিও এ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি। এ্যালবামের শিরোনাম গান ‘কিছু কথা আকাশে পাঠাও’-এর ভিডিওটি রবিবার সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে।

রুমি জানান, জাহিদ আকবরের লেখা এ গানটির সুর ও সঙ্গীতায়োজন তার নিজের। ভিডিওটিতে আরফিন রুমির পাশাপাশি মডেল হয়েছেন তামান্না ইসলাম। পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ।

‘চিঠি’ খ্যাত এ গায়ক বলেন, ‘অনেক যত্ন নিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আশা করছি নতুনত্ব খুঁজে পাবেন দর্শক-শ্রোতারা। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

তিনি আরও জানান, ধারাবাহিকভাবে বাকি দুটি গানের ভিডিও উন্মুক্ত করবেন। অন্য দুটি গান হল 'নিয়ে চলো' ও ‘পরান কান্দে’। ‘নিয়ে চল’ গানে তার সঙ্গে পাওয়া যাবে নবাগত গায়িকা নদীকে। অন্যদিকে ‘পরান কান্দে’ হচ্ছে লোকধারার গান।

আরফিন রুমির ‘কিছু কথা আকাশে পাঠাও’ দু’একদিনের মধ্যে বাজারে ছাড়বে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: